ত্রিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ পিএম
ত্রিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

ত্রিশাল-বালিপাড়া সড়ক থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ত্রিশাল বালিপাড়া - রাস্তার বীররামপুর ভাটিপাড়া এলাকার ইজ্জত ম্বোরের বাড়ীর নিকটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সত্ত্বর পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন সহ ১টি রেজিঃ নম্বর বিহীন এপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং আব্দুল্লাহ আল মামুন (২২) ও তানভীর হাসান (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় রেজাউল করিম নোমান (৩৩) নামের এক আসামী পালিয়ে যায় বলেও জানান ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে