মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত গুয়াগাছিয়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের নেতৃত্বে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। আজ শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া এই অভিযান এই সংবাদ লেখার সময় (রাত ৭টা) অব্যাহত রয়েছে।
এদিকে, অভিযানের খবর টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে পুলিশের তালিকায় চিহ্নিত ‘নৌ ডাকাত’, একাধিক মামলার আসামি নয়ন ও পিয়াস সরকার।
গতকাল বৃহস্পতিবার সকালে তারা ব্যান্ড পার্টি বাজিয়ে শোডাউন দিয়ে এলাকায় প্রবেশ করেছিল। পরে এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। রাতেই এলাকায় ৩জনকে গণপিটুনির ঘটনা ঘটে। পরে আজ বিকালে এলাকাটিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এলাকাটিতে সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তাদের নির্ভয় দিয়েছি। প্রশাসন যে কোন দুবৃত্তের বিরুদ্ধে এক্টিভ আছে। অপরাধ করে কেউ পার পাবে না।