গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩১ পিএম
গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নির্বাচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা রহনপুর বাজারে তরকারি পট্টিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক ইমদাদুল হক বাদশা। বক্তব্য দেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন হোসাইন, গোমস্তাপুর উপজেলার আহবায়ক সাকিল হোসেন ও সদস্য সচিব হাসান আলি, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, রহনপুর পৌর কমিটির সদস্য সাহেব আলি,উপজেলা কমিটির সদস্য ওবায়দুর রহমানসহ অন্য সদস্যরা। সভায় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, গোমস্তাপুর উপজেলার আহবায়ক সাকিল হোসেন ও সদস্য সচিব হাসান আলি, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেন। এদিকে সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক ইমদাদুল হক বাদশা জানিয়েছেন আগ্রহী ৪ জনের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। সম্ভাব্য ৪ জনের মধ্যে একজনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে