মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উদযাপিত

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উদযাপিত

আফ্রো-এশিয়া-লাতিন আমেরিকার মেহনতি মানুষের কণ্ঠস্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি র‌্যালি নিয়ে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মোনাজাত করা হয়।

এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবাইর, প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম মহিউদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর মওলানা ভাসানীর পরিবার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামীপার্টি (ন্যাপ ভাসানী), ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাদ জুম’আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে