ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৫ পিএম
ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ব্যনারে এনসিপি ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টাউন হল মোড়ে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় টাউন হলে এসে শেষ হয়। এসময়  ইনকিলাব মঞ্চ, এনসিপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে হাদির উপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। নেতৃবৃন্দ রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তাসহ  ওসমান হাদিকে উন্নত চিকিৎসার দাবি জানান। এছাড়াও সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে