নিরপেক্ষ সরকারের সময়েও 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বেড়েছে: রিজভীর উদ্বেগ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০২:০৩ পিএম
নিরপেক্ষ সরকারের সময়েও 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বেড়েছে: রিজভীর উদ্বেগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় বললেন, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলির ঘটনার এক মাসের মধ্যে ওসমান হাদির ওপর হামলা প্রমাণ করে যে, নিরপেক্ষ সরকারের সময়েও 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বেড়েছে।

তার প্রশ্ন, ভয়াবহ বিভীষিকা পেরিয়ে সবাই যে অন্তর্বর্তী সরকারের সমর্থন দিলো, তারা কেন ব্যর্থ হলো? চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না?

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো ‘মাস্টার প্ল্যান’ অনুযায়ী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে কি না, তা সবাইকে ভাবিয়ে তুলছে।

বিএনপির এ নেতা বলেন, “গতকাল শুক্রবার মর্মান্তিক ও মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। হাদিকে গুলি করা হয়েছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ। তাদের সময়ে এতো সন্ত্রাসী কী করে বাড়লো, কোথা থেকে তারা রাজত্ব করছে। এখন তো সবার শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা।”

হাদির ওপর হামলার পরপর একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা কথা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, নানা ঘটনায় কৌতূহল হচ্ছে, কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না এটি সবাইকে ভাবিয়ে তুলছে।

আপনার জেলার সংবাদ পড়তে