নীলফামারী জেলার ৬ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লটারির মাধ্যমে কোন থানায় কোন ওসি যোগদান করবেন তা নির্ধারণ করা হয়। সে হিসেবে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় মোঃ রেজাউল করিম রেজা,নিজ জেলা রংপুর।
নীলফামারী সদর থানায় মোঃ জিল্লুর রহমান, নিজ জেলা সিরাজগঞ্জ। জলঢাকা থানায় মোঃ নাজমুল আলম,নিজ জেলা জয়পুরহাট। কিশোরগঞ্জ থানায় মোঃ লুৎফর রহমান, নিজ জেলা ফরিদপুর। ডিমলা থানায় মোঃ শওকত আলী সরকার, নিজ জেলা গাইবান্ধা ও ডোমার থানায় মোঃ হাবিবুল্লাহ,তার নিজ জেলা রাজশাহী। নির্বাচনে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে এবং কোন ধরনের বিশৃংখলা এড়াতে সরকারের এ উদ্যোগ।