জানালা ভেঙে ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৩ পিএম
জানালা ভেঙে ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির ঝালকাঠির নলছিটি শহরে বসতঘরে দুর্র্ধষ চুরি সংঘঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার খাসমহলের তার পৈত্তিক বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।

থানা পুলিশ সূত্রে জানা গেছে-গুলিবিদ্ধ হাদির সাথে পরিবারের সকল সদস্য শুক্রবার থেকে হাসপাতালে অবস্থান করছেন।কেউ বাড়িতে না থাকায় সুযোগে সংঘবদ্ধ চোরেরা তালাবদ্ধ ঘরের জানালা ভেঙে প্রবেশ করে ঘরের মালামাল চুরি করে নিয়েছে। তবে এটা চুরি না নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজের জন্য বের হলে শরিফ ওসমান হাদির বাড়ির পিছনে ব্যাগ হাতে দুইজনকে দেখতে পেয়ে তাদের দাঁড়াতে বললে দ্রুত তারা পালিয়ে যায়।

বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতী আক্তার জানান, সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো পয়সার ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পেয়ে তার বড় বোন ফাতেমা বেগমকে খবর দেয়া হলে তিনি বাসায় ঢ়ুকে আলমারি ভাঙা, আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে আলমারিতে গচ্ছিত রাখা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানিয়েছেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। শনিবার সকাল থেকে শরিফ ওসমান হাদির বাড়ী এলাকায় পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে