সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৪ পিএম
সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের সিটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষার নিয়ম অনুযায়ী, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হয়নি। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা হয়।

পরীক্ষা চলাকালে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার চেয়ারম্যান মুহা আল মামুন ও ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় উপদেষ্টা পরিষদের সভাপতি মো. ইমদাদুল হক, উপদেষ্টা ড. মুফতি আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া নির্বাহী সদস্য মো. নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আল রাজীব, আফজাল হোসেন, শারাফাত হুসাইন লিটিল, মো. মাসুদ রানা ও মো. ওয়ালীউল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সুবিধার্থে তথ্যকেন্দ্র স্থাপন, ছবি তোলার জন্য ফটো ফ্রেম এবং নান্দনিক পরিবেশ নিশ্চিত করা হয়। এ আয়োজনের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে