নীলফামারী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।১৩ ডিসেম্বর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল হক জোহা সদস্য সচিব আব্দুল জলিলসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত হয়। এ দিনটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।