দাকোপে সম্পত্তি দখলের অভিযোগে বাজার কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ পিএম
দাকোপে সম্পত্তি দখলের অভিযোগে বাজার কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দাকোপ উপজেলা সদর আচাভূয়া বাজার কমিটির বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি দখল করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চালনা পৌরসভার সবুজপল্লী এলাকার হারুন শিকদার।

শনিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন তাঁর নিযুক্ত আইনজীবি এ্যাডঃ এ এম মনিরুজ্জামান। তিনি বলেন থানা দাকোপের পানখালী মৌজায় এস এ ১ নং খতিয়ানে ৬১৫৬ নং দাগে হারুন শিকদার পিং  মোঃ আব্দুস আলী শিকদার ২০০৬ সালে বন্দোবস্ত দলিল নং ১০০৫/৮২-৮৩ মূলে মৃত বাবর আলী ও আকবর লস্করসহ ৫ জন দাতার নিকট থেকে ০০.৫০ একর সম্পত্তি ক্রয় করে ভোগ দখলে আছেন। কিন্তু ওই সম্পত্তি দখলে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে আসা কাজী এমদাদুল হক, কামরুল ইসলাম, আবুল হোসেন সরদার, বশির গাজী, আরিফ গাজী, পান্না কাজী ও গৌতম শীল আচাভূয়া বাজার কমিটি গঠনের নামে গত ১৬ নভেম্বর ২০২৫ আদালতের নির্দেশ অমান্য করে আমাকে উচ্ছেদ করতে সেখানে জোর পূর্বক ঘর বাঁধে। উল্লেখ্য উক্ত বর্তমানে মহামান্য হাইকোর্টে নিষেধাজ্ঞাসহ সিভিল রিভিশন নং ৩৫০০/২০২৪ নং মামলা চলমান আছে। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করে ব্যর্থ হয়েছেন বলে দাবী করেছেন। এ ব্যাপারে জানতে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কামরুল হোসেন শেখ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী হারুনের কোন দলিল নেই। এবং তিনি যে জায়গা দাবী করেন আমাদের বাজার কমিটির ঘর সেই জায়গার উপর না। আমরা মূল মালিক রবীন্দ্রনাথ সরদার এবং মৃঃ বক্কার গাজীর ওয়ারেশ বশির ও আরিফ গাজীর নিকট থেকে নেওয়া বৈধ জায়গার উপর বাজার সমিতির ঘর করেছি। সংবাদ সম্মেলনে হারুন শিকদার, আকবর আলী লস্কর ও আলী হোসেন লস্কর উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে