গুলিবিদ্ধের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গাইবান্ধায় মিছিল

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) :
| আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ পিএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ পিএম
গুলিবিদ্ধের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গাইবান্ধায় মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার প্রতিবাদ এবং গুলিবিদ্ধের ঘটনায় জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে শাস্তির দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর - ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে এ মিছিল বের অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে গাইবান্ধা সদর - ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুসহ বক্তারা বলেন, গত ১২ ডিসেম্বর ঢাকায় ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফরিদ ওসমান হাদি এবং এর আগে গত ৫ নভেম্বর চট্টগ্রাম - ৮ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের গুলিতে আহত হন। এসব ঘটনায় এখনো দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নির্বাচনকালীন সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। প্রতিবাদ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে