দিনাজপুরের বীরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে দানিউল ইসলাম(৫৫) কে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। শনিবার ১৩ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়ন ঘরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত দানিউল ইসলাম, ছেলে সামিল ও স্ত্রী পপি দিনাজপুর শহরের থাকে। মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে দু"এক দিন রাত্রি যাপন করেন। শুক্রবার তিনি গ্রামের বাড়ীতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কাজের লোক রফিকুল ইসলাম দানিউল ইসলামের বাড়িতে এসে শয়ন কক্ষের বিছানায় রক্তাক্ত দেহ দেখে চিৎকার করে করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে বিষয়টি তাৎক্ষণিক ভাবে পুলিশকে জানায়।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।