নির্বাচনী তফসিল ঘোষণার মতোই ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন: মিলন

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম
নির্বাচনী তফসিল ঘোষণার মতোই ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন: মিলন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদ ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মোহনপুর বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মোহনপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে উপজেলা সদরের সামনে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে কারা গুলি করেছে, তা আজ পরিষ্কার। হাদিকে গুলি করার ঘটনায় সরাসরি ইসলামী ছাত্রশিবির জড়িত। এটি বিএনপির বক্তব্য নয়, এটি ডিএমপি কমিশনারের দেওয়া তথ্য।” তিনি আরও বলেন, “নদীর ওপার থেকে যারা ঘোষণা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করার নির্দেশনা দিচ্ছেন, তাদের কোনো ষড়যন্ত্রই এ দেশের মানুষ মেনে নেবে না। নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে যেমন নির্বাচনের ট্রেন চালু হয়েছে, ঠিক তেমনি আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন।” মিলন দাবি করেন, “তারেক রহমান ২০২৬ সালের নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবেন।” পথসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং আহত চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোহনপুর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, মোহনপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু, মোহনপুর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে পবার কাঁঠাখালি পৌরসভা, দারুসা বাজার, নওহাটা পৌরসভা এবং মোহনপুরের কেশরহাটে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে