ভূঞাপুরে সাংবাদিকের মায়ের সুস্থতা কামনায় দোয়া

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ পিএম
ভূঞাপুরে সাংবাদিকের মায়ের সুস্থতা কামনায় দোয়া

দৈনিক যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুলের মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ।

প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবরাহীম ভূঁইয়া, অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, কার্যকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, মোঃ ছানোয়ার হোসেন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আলমগীর হোসেন, শফিউর রহমান তালুকদার, তৌফিকুর রহমান মানিক, আতিফ রাসেল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে