নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৩ পিএম
নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

‎নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৩ ডিসেম্বর শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত শাহ ভিলায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন। পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি নরুল আমিন কাছেমি। পৌর হাজী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান সরকার ও কোষাধ্যক্ষ জহুরুল হক শাহ প্রমুখ।

পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, সামাজিক নানা অনুষ্ঠান করে থাকে হাজী কল্যাণ সমিতি। এরই অংশ হিসেবে দুঃস্থ ৫’শ জনের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে