বাংলাদেশ গ্রামডাক্তার কল্যাণ সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ডিসেম্বর) বেলা ১১ টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গ্রামডাক্তার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
তিনি উপজেলা গ্রামডাক্তার কল্যাণ সমিতির কমিটি এবং ১২ ইউনিয়ন কমিটির অন্তর্ভুক্ত সকল গ্রামডাক্তারকে অনলাইন ডাটাবেজে সার্টিফিকেট ও আইডি কার্ড নেয়াসহ সাংগঠনিক কার্যক্রমের তাগিদ দেন।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, এম এ কাদের, শেখ রওশন আলী, মোঃ কামাল পাশা, কাজী আজিজ আহমেদ, আদিত্য কুমার সরকার, শেখ সিরাজুল ইসলাম, মোঃ আবু মুসা, মোঃ সিরাজুল ইসলাম, বাবুল আক্তার, শেখ শহিদুল ইসলাম, আমিন আহমেদ, সঞ্জয় সরকার নির্মল কুমার, মোঃ সোহরাব হোসেন, শেখ আলমগীর হোসেন প্রমুখ।
সভায় কালিগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সভায় বাৎসরিক পিকনিক, সকল ইউনিয়ন কমিটি গঠন ও অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।