সাতক্ষীরার কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে দিনদুপুরে আব্দুর শুকুর (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলার কুশলিয়া গ্রামে। গুরুতর আহত আব্দুর শুকুর বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
থানায় দায়েরকৃত লিখিত এজাহারে উপজেলার কুশলিয়া গ্রামের মরহুম কাজী আনিছুর রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুল আলম (৭১) জানান, কুশলিয়া গ্রামের মরহুম কাজী ইসলাম ওরফে ইছো’র ছেলে কাজী আব্দুল্যাহ (২৬) ও মরহুম কাজী হাফিজুর রহমান ওরফে দুলালের ছেলে কাজী পলাশ (৪৫) এর সাথে জমিজমা ও রাস্তার উপর খড় রাখাকে কেন্দ্র করে তাদের বিরোধ চলছে। এর প্রেক্ষিতে কাজী আব্দুল্যাহ ও কাজী পলাশ তাদের মারপিট করবে বলে প্রায়ই হুমকি দিচ্ছিল। একপর্যায়ে শুক্রবার বেলা ২ টার দিকে ভাইপো কাজী আব্দুর শুকুর জুমআ’র নামাজ আদায় শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি কুশলিয়া কাজীপাড়া জামে মসজিদের সম্মুখে পাঁকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো দা ও লোহার স্টিক নিয়েতার উপর হামলা চালায় কাজী আব্দুল্যাহ ও কাজী পলাশ। এতে আব্দুর শুকুরের বাম কান কেটে দ্বিখন্ডিত হয়। এ সময় হামলাকারীরা আব্দুর শুকুরের শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি লাথি মারে, লোহার স্টিক দিয়ে আঘাত করে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীর এগিয়ে আসলে হামলাকারীরা হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর শুকুরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। বর্তমানে আব্দুর শুকুর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুল আলম।