অ্যাডভোকেট জয়নুল আবেদীন

নির্বাচন না দিয়ে দু’একটা গুলি করে শেখ হাসিনার মতো হেলিকপ্টারে চলে যেতে পারবেন না

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:০২ পিএম
নির্বাচন না দিয়ে দু’একটা গুলি করে শেখ হাসিনার মতো হেলিকপ্টারে চলে যেতে পারবেন না

বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি, বিএনপির কেন্দ্রিয় সহসভাপতি ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা নির্বাচন না দিয়ে যেনতেন করে দু’একটা গুলি-টুলি করে চলে যেতে পারবেন না। আপনারা শেখ হাসিনার মতো হেলিকপ্টারে চলে যেতে পারবেন না। বাংলাদেশের মানুষ আপনাদের কাঠগড়ায় দাড় করাবে।’ তিনি আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বরিশালের মুলাদী উপজেলার মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘সরকার প্রধান এবং যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন আপনাদের আইন শৃঙলার দায়িত্ব নিতে হবে। ঢাকার প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলি হয়েছে। আগামী দিন থেকে কোনো প্রার্থীর ওপর হামলা-গুলি বা কোনো অত্যাচার দেখতে চাইনা। যদি গুলি কিংবা হামলা হয় তবে আপনাদের মসনদ তছনছ হয়ে যাবে। আপনারা কেউ রক্ষা পাবেন না। বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ। কিন্তু ৭১ এ বাংলাদেশ স্বাধীন করেছে, ২৪ এর জুলাইয়ে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে।’ 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এর ড্যাব সভাপতি প্রফেসর ডাঃ জাহানারা লাইজু, মুলাদী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু, কেন্দ্রিয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি, বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব কামরুল আহসান, বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু, উপজেলা কৃষকদল সভাপতি ভিপি সালাম কবির হাওলাদার, উপজেলা শ্রমিকদল সভাপতি আলী আজম, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ইউনুস হাওলাদার, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সিহাব উদ্দিন পেসকার, জাহাঙ্গীর হোসেন কবিরাজ, কাজী ইকবাল হোসেন চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান মনির, আলমগীর সিকদার, জসিম সিকদার, মশিউর রহমান মাসুদ, মোশররফ ঢালী, শায়লা সারমিন মিম্মু, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান বাচ্চু, ইদ্রিসুর রহমান সরদার, আনিসুর রহমান আলাল, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, সাইদুর রহমান জীবন, স্বপন হাওলাদার, জাকির হোসেন খান, উপজেলা মহিলা দল সভাপতি ইসরাত জাহান লিলি, কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, সাধারন সম্পদক কাওসার হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে