জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে আততায়ীর গুলিতে হত্যা প্রচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, তফসিল ঘোষণার পর একজন স্বতন্ত্র প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর দায় অন্তর্বর্তী সরকার কোনভাবেই অস্বীকার করতে পারে না। তিনি বলেন, আসন্ন নির্বাচনে অংশকারী প্রার্থীরা কি ধরনের জীবন ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছেন তা সহজেই অনুমেয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। এক্ষেত্রে সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়ে এসেছেন। নানা ক্ষেত্রে সন্ত্রাসীরা আস্কারা পেয়ে পরিস্থিতির ক্রমাবনতি ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানে থানাগুলি থেকে লুন্ঠিত অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারেও সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ভয়াবহ রূপ নিতে পারে। এমনকি নির্বাচনকেই অনিশ্চিত করে তুলতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যর্থতার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কোন তাপ-উত্তাপ নেই। উল্টো তিনি ধারাবাহিক দ্বায়িত্বহীন কথাবার্তা ও ভূমিকা পালন করে আসছেন। বিবৃতিতে তিনি ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার সাথে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে ব্যর্থতার দায় নিয়ে অনতিবিলম্ব স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।