ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এসে সমাবেশ করে। এ সময় আহত ওসমান শরীফ হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় ।
মিছিলে “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “একশন টু একশন ডাইরেক্ট একশন”, “আমার ভাই আহত কেন ইন্টেরিম জবাব দে”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠ আরেকবার”, “ ইন্ডিয়ার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে”ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি নুরনবী দুলাল,সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আল-আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক - নুরজামাল, উপজেলা সেচ্ছাসেবক দলে'র সদস্য সচিব আজিজুল হক, আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক টুকু চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, গণমাধ্যমকর্মী আবু হাসান আনছারী প্রমুখ ।
বক্তারা বলেন, ওসমান হাদির ওপর এই হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধার ওপর হামলা নয়-এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দেশে গুপ্ত হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তারা ইন্টেরিম সরকারকে দ্রুত এই হামলার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।