হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে প্রতিবাদ মিছিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৭ পিএম
হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে প্রতিবাদ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র 

শরিফ ওসমান হাদীকে হত্যার উদ্যেশে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দূষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপি।

 কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিরাট প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হন। 

জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর -৩ সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।

এসময় নেতৃবৃন্দ বলেন, যারা এদেশে মানুষকে নির্বিচারে হত্যা করেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, সন্ত্রাস ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় তারাই শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র বিএনপির কাছে নিরাপদ।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক  অ্যাড. মো. বাবর বেপারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ,সহ-সভাপতি আফজাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালি, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন খান,সদস্য সচিব, শামসুল আলম সূর্য,  চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। জেলা বিএনপির আয়োজনে এই  প্রতিবাদ মিছিলে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে উঠে।

 চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি'র কার্যালয়ে জড়ো হন। এরপর সেখান থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে জোড় পুকুরপাড়, বাইতুল আমীন চত্বর ছায়া বাণীর মোড় নতুন বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে