ওসমান হাদির গায়ে গুলির প্রতিবাদ

কালিয়াকৈরে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫১ পিএম
কালিয়াকৈরে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
এনসিপির কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা এনসিপি। দলীয় সুত্র জানায়, ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক উপজেলার চন্দ্রা-ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সহ প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে প্রতবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির কালিয়াকৈর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক দেওয়ান মাহবুব আলম পনির।এ সময় আরো বক্তব্য রাখেন, এনসিপি নেতা সজিব হোসাইন জিকু, আলমগীর হোসেন,রিদোয়ান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের জুলাই যুদ্ধা ওসমান হাদীর গায়ে গুলি চালানো সন্ত্রাসীর গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আপনার জেলার সংবাদ পড়তে