আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ এএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ এএম
আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, “জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।”

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রোববার সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধ উপদেষ্টার ভাষায়, “মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নেই। নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ নির্মাণ করবে। আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদের ভিত্তিতে।”

‘অভ্যুত্থানকালে স্থাপনা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কার করা হবে’-উল্লেখ করেন ফারুক-ই-আজম।

আপনার জেলার সংবাদ পড়তে