ভোলার দৌলতখানে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল রোববার সকাল দশটায় উপজেলা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, পানি উন্নয়ন বোডের্ের স্লুজগেইট সংলগ্ন মুক্তিযোদ্ধাদের কবরস্থানে কবর জিয়ারতে ফাতেহা পাঠ, দরুদ ও দোয়া মোনাজাত। পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,
দৌলতখান থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফ উদ্দিন ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা কমপ্লেক্সের সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ সকাল সাড়ে নয়টার দিকে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করেন এবং সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছেন বলে জানিয়েছে।