চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
| আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৪ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৪ পিএম
চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা খান জাহান আলী, উপজেলা তথ্য আপা মনিকা বসু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধ্ াফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, উপজেলা জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক কাউছার খান ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে বুদ্ধিজীবী গড়ে তোলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে