নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নিতপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট দলের আমির মাও: সাগর আলী। সভা পরিচালনা করেন দলটির উপজেলা সেক্রেটারী শরিফুল ইসলাম। এসময় নায়েবে আমির মাও: আব্দুর রহিম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও তাদের আদর্শে দেশ গড়া প্রত্যয় ব্যাক্ত করা হয়।