পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রামের বেশ কয়েকটি স্কুল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ বিজিবি মারিশ্যা জোন। এসময় আরও কছু সামাজিক সেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন এবং হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সকালে ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে এসব সহায়তা প্রদান করেন বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ। এসময় মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ে জেসিওগণ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তে নিরাপত্তা অবৈধ অস্ত্র গোলাবারুদ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়েছে।