গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৩ পিএম
গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রোববার ভোরে রহনপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্য স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমাসহ বীরমুক্তিযোদ্ধা শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতি সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী । বক্তব্য দেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাইজুল ইসলাম সোনার্দী, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে