দিঘলিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম মোস্তফা মোল্যা, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী হাওলাদার, প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও প্রশাসক গাজীরহাট ইউনিয়ন পরিষদ কপিল দেব বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা সহকারী প্রগ্রামার ও প্রশাসক বারাকপুর ইউনিয়ন পরিষদ পুষ্পেন্দু দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দাপ্তরিক প্রধানগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একটা জাতিকে দুর্বল করতে হলে সে জাতিকে মেধা শুন্য করতে হয়। পাকিস্তানি বাহিনী ও তাদের দোশররা এদেশের মেধা শুন্য করার পরিকল্পনা করে। তারা এদেশের বিজয় সন্ধিক্ষণে ১৪ ডিসেম্বর এ দেশের বুদ্ধিজীবিদের বাড়ি থেকে তুলে নিয়ে এক এক স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। তাই বুদ্ধিজীবিদের স্বপ্ন ছিল ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা যদি বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি তবেই বুদ্ধিজীবিদের স্বপ্ন পূরণ হবে। তাদের আত্নত্যাগ স্বার্থক হবে।