নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ পিএম
নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

পিরোজপুরে নাজিরপুরে ধান বিক্রী করে বাড়ি ফেরার সময় সড়ক দূর্ঘটনায় রতন মজুমদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া নামক স্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় রতনের মৃত্যু হয়। রতনের মৃত্যুর বিষয়টি নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার নিশ্চিত করেছেন।

রতন মজুমদার (৫০) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের পুত্র। এ সময় রতন মজুমদারের সাথে সজল নামের তার এক নাতি ছিলো। পেশায় তিনি একজন টমটম চালক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, মাগরিবের নামাজের পরে ঘটনাটি ঘটেছে। রতন ও তার সঙ্গে থাকা একজন টমটমে করে মাটিভাংগা থেকে নাজিরপুরে দিকে আসছিলো এ সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও নাজিরপুর থানা পুলিশের সূত্রে জানাযায়,  রতন ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ডাকাতিয়া নামক স্থানে বাসের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।