রামগতিতে চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ শুরু

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ পিএম
রামগতিতে চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ শুরু

লক্ষ্ণীপুরের রামগতিতে পাঁচ দিনব্যাপী চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। রোববার বিকেলে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রামগতি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইউসুফ এবং উপজেলা স্কাউটস সহ-সভাপতি ও আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার। উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক গোলাম শওকত এমরানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কমিশনার মুহাম্মদ আবু সায়েদ। চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশে ২৯টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। আগামী ১৮ ডিসেম্বর বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে।