পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা পরিষদের হল রুমে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্লে থেকে দশম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, একাডেমির সুপারভাইজার রিয়াজুল হক, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।