চেতনা নাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল। অপর রুমে থাকা শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভূক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা গ্রামে।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা খান বাড়ীর প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয় সংঘবদ্ধ ডাকাত দল। প্রায় ২৬ বছর ধরে প্রবাসে অবস্থান করায় বাড়ীতে থাকেন স্ত্রী আর সন্তান। বাড়ীতে কোন পুরুষ না থাকায় সংঘবদ্ধ ডাকাত দল বাসায় প্রবেশ করে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙ্গে শিশু সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।
প্রবাসী ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ ডাকাত বাসায় ঢুকে সাবলের সাহায্যে দরজা ভেঙ্গে শিশু সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দল পুরো নিঃস্ব করে দিয়েছে আমাদের।
চেতনা নাশকে স্প্রে-এর কার্যক্ষমতা শেষ হলে ভোর রাতে পরিবারের লোকজন দেখেন সবকিছু তছনছ করে লুট করে নিয়েগেছে। তাদের কান্নার শব্দে স্থানীয়রা ছুটে আসে।
স্থানীয় নাজমুল, মানিক ও রত্না বলেন, ভোর রাতে প্রবাসীর ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি তাদের ঘরের বারান্দার লোহার গ্রীলের গেইটের তালাসহ ছিটকিনি কাটা এবং ঘরের ভিতরে ও বাহিরে বেশ কিছু লাকেজ ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করে মালামাল উদ্ধারের দাবী জানান তারা।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।