পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আবু সাঈদের পিতা

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম
পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আবু সাঈদের পিতা

২০২৪ সালের জুলাই বিপ্পব ও গণঅভ্যুত্থানের "প্রথম শহীদ" আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন পীরগঞ্জের সাংবাদিকের সাথে রাত ১২.০১ মিনিটে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এ,টি,এম মাজহারুল আলম মিলন এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য সাংবাদিকরা এ সময় পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থেকে বিনম্র চিত্ত্বে বাংলাদেশের বিগত দিনে সকল সংগ্রামে আত্মাহুতি দেওয়া বীর শহীদ এবং আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পুস্পস্তবক অর্পণকালে শহীদ আবু সাঈদের দুই ভাই মো. রমজান আলী ও মো. আবু হোসেন পিতার সাথে পুস্পস্তবক অর্পণে অংশ নেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সূশীল সমাজের দায়িত্বশীল প্রতিনিধিরা পৃথকভাবে পর্যায়ক্রমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।