পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনী শেষে কাউখালী মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাউখালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, বিএনপি, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৯টায় কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও ওসি ইয়াকুব হোসেইন । এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ গ্রহণ করেন।
এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মাধ্যমে রয়েছে ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা, বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।