ভোলার দৌলতখানে মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে ছিল ভোর ৬:৩১ মিনিটে সরকারি বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ। সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলা আমিরজাং গজনবী স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। মঞ্চে থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সিকদার সাথে ছিলেন। পতাকা উত্তোলন শেষে পায়রা ও বেলুন উরিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিন দিনব্যাপী আরম্ভপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল তিনটায় স্টেডিয়ামে উপজেলা প্রশাসন একাদশ বনাম দৌলতখান পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অপরদিকে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সকাল ৯ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শাহজাহ সাজু।
বিকেলে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় অফিসে কোরআন পাঠ, দুরুদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।