বাজিতপুর-নিকলী-কুলিয়ারচরে বিজয় দিবস উদযাপিত

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৪ পিএম
বাজিতপুর-নিকলী-কুলিয়ারচরে বিজয় দিবস উদযাপিত

কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনান্য বছরের ন্যায় এবছর গতকাল মঙ্গলবার ভোর রাতে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম সোহাগের উপস্থিতিতে ঐতিহাসিক ডাকবাংলার ময়দানে বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ এর রোবার স্কাউট দলেরা শারীরিক খসরত করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পুরুষ্কৃত করেন। সকাল ১১টায় উপজেলা হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫টি স্টল দিয়ে মেলা অনুষ্ঠিত হয়। সবিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে