পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইন্দুরকানী থানা পুলিশের একটি টিম পাড়েরহাট আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রমজান আলী (৩২)-কে গ্রেফতার করে। তিনি পাড়েরহাটের উমেদপুর গ্রামের বাসিন্দা মৃত সালেহ আহম্মেদের পুত্র । এ সময় তার কাছ থেকে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, পাড়েরহাট আবাসন থেকে মাদক ব্যবসায়ী রমজানকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।