সাঁথিয়ায় যুবদলের মহান বিজয় দিবস পালন

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ পিএম
সাঁথিয়ায় যুবদলের মহান বিজয় দিবস পালন

৬৮পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদের দিকনির্দেশনায় এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়া উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (১৬ডিসেম্বর)যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন,র‌্যালি,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদল কার্যালয়ে সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম রাজা,যুগ্ম আহবায়ক মামুন হোসেন রাসেল,ধোপাদহ ইউনিয়ন যুবদলের সভাপতি আশিফ আল আলিম রাজিব,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু সাইদ,নন্দনপুর ইউনিয়ন যুবদেলর সভাপতি রাতুল রানা,গৌরীগ্রাম ইউনিয়ন যুবদেলর সভাপতি সাজ্জাদ হোসেন আজাদ প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে