ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত মুক্তিযুদ্ধের “প্রদীপ্ত প্রাঙ্গণ”নামের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের কোনাপাড়া এলাকায় চিহ্নিত স্থানে নবনির্মিত মুক্তিযুদ্ধের “প্রদীপ্ত প্রাঙ্গণ”স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় উপস্থিত ছিলেন চরআলগী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্যাটেরেনারী সার্জন দেলোয়ার সামী, চরমছলন্দ স্কুলের প্রধান শিক্ষক বেলাল আহমেদ, স্থানীয় বিএনপি নেতা আরিফুল ইসলাম হাজারী, কামরুজ্জামান ভূঁইয়া, সাংবাদিক কামরুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।