নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টার পর বন্ধ রাজধানীর ভারতীয় ভিসা সেন্টার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৪ পিএম
নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টার পর বন্ধ রাজধানীর ভারতীয় ভিসা সেন্টার

চলমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার পর কেন্দ্রটিতে আর কোনো কার্যক্রম চলবে না বলে জানানো হয়েছে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর জন্য বুধবার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আবেদনকারীদের সংশ্লিষ্ট মাধ্যম থেকে আপডেট অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

নিরাপত্তা শঙ্কার পটভূমিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হলেও নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি। তবে রাজধানীতে একই দিন একটি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে সতর্কতা জোরদারের অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আইভ্যাক বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, “আবেদনকারীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে জানানো হবে।”

উল্লেখ্য, বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে একটি কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগের দিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ওই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে