পুঠিয়ায় সিসি টিভির ক্যামেরার সংযোগ কেটে চুরি

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৪০ পিএম
পুঠিয়ায় সিসি টিভির ক্যামেরার সংযোগ কেটে চুরি

রাজশাহী পুঠিয়ায় ঝলমলিয়া বাজারে সোমবার রাতে মুনতাহা ইলেকট্রনিকের দোকানে চুরি করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে একটি সঙ্গবদ্ধ চোরা দোকানে থাকা সিসি টিভি ক্যামেরার সংযোগ কেটে দিয়ে ৮টি ৩২” টিভি, ৪টি রাইছ কুকার, ১টি নেট অলেন্টি মেশিন ও দোকানে থাকা নগদ ৮ লাখ টাকা চুরি করেছে। ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, অভিযোগ দেওয়ার পর থানা থেকে এসে চুরি হয়ে যাওয়া সবকিছু তদন্ত করে গিয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে