আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৯ পিএম
আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ১১টায় পৌরসভার হল রুমে  উপজেলা প্রশাসন এ সংবর্ধনা সভার আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর  সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, কৃষি কর্মকর্তা মো. রাসেল, ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুবদল ও পৌর বিএনরি সাবেক আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, মুক্তিযোদ্ধাদের পক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আলমগীর তালুকদার,  জামাতের সেক্রেটারী মো. মোফাজ্জেল হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদী। অনুষ্ঠান শেষে  বীরমুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।