নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৪ পিএম
নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় বিজয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন। এ উপলক্ষে বেলা ১০ টায় ডিএম একাডেমি ফুটবল মাঠে স্বেত পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শেনের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। পরে নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক ও নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজার সঞ্চালণায় থানা পুলিশ, আনছার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। শেষে কুইজ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ফুলেল সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা, সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীরসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে