নীলফামারী ও সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ১৭ ডিসেম্বর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.আজগর আলী (৬৫), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো.গোলজার হোসেন (৪৬), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এন্তাজুল হক (৬০) এবং একই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।