মেহেরপুরে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম
মেহেরপুরে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জুলাই ঐক্য পরিষদের ব্যানারে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর দুইটায় মেহেরপুর কোর্ট মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলারসহ জুলাই ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ  মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে