পোরশায় ওসমান হাদিকে হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম
পোরশায় ওসমান হাদিকে হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার ও ভারতীয় সকল আধিপত্যবাদ বন্ধের দাবীতে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শুক্রবার জুময়া'র নামাজের পর উপজেলার কপালীর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হুজ্জাতুল্লা শেখ, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম ও যুগ্ন সেক্রেটারি নূরনবী, ইসলামী আন্দোলনের সাবেক সেক্রেটারি মাও: নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে