গ্রেপ্তারকৃত আ’লীগ নেতাকে জেলহাজতে প্রেরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩১ পিএম
গ্রেপ্তারকৃত আ’লীগ নেতাকে জেলহাজতে প্রেরণ

থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের গৌরনদী উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর আলম সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেভিল হান্টের অভিযানে গৌরনদী বন্দর বাজার থেকে নুর আলম সিকদারকে গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানা পুলিশ। তথ্যের সত্যতা নিশ্চিত করে ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-গ্রেপ্তারকৃত নুর আলম সিকদার দক্ষিণ পালরদী গ্রামের মৃত আলমগীর সিকদারের ছেলে।

আপনার জেলার সংবাদ পড়তে