মুক্তাগাছায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৫ পিএম
মুক্তাগাছায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শহীদ শরীফ ওসমান হাদী’র উপর সংঘটিত নৃশংস হামলা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুক্তাগাছা বড় মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সম্মিলিত ছাত্রজনতা। সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তাগাছা পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ করে। একই সময় মুক্তাগাছার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরের সামনে দাঁড়িয়ে স্লোগাণে স্লোগাণে প্রতিবাদ জানায়।  

আপনার জেলার সংবাদ পড়তে